Skip to main content

Posts

Showing posts from April, 2018

এক টুকরো স্বপ্ন

টুকরো হওয়া স্বপ্ন গুলো জোট বেঁধেছে আবার, দেখতে পেলাম মালার মতো খোঁপাতে,  ঘরে ঢুকেই অবাক, তোমার টেবিলে খাবার, তুমি বসে আছো সেই পুরনো সোফাতে। আমার উচিত বেশি বেশি রাগ দেখানো এখন, আসছে না রাগ, গিলতে থাকি ঢোক, "কিছু একটা ঘটবে",কানে কানে বলছে অবচেতন। উঠে দাঁড়িয়ে মেলে ধরলে হাজার অভিযোগ! যে কথাটা বলবো বলে সাজানো ছিলো, মনের মধ্যে এক সমুদ্র অভিমানে, দুই পাখি তো দূরের কথা, নষ্ট হলো ঢিল ও, আমি হাঁটতে থাকি কেন্দ্রাতিগ এক টানে! "কেনো আমি জোর করিনি!"-এটাও আমার দোষ, হারিয়ে ফেলি জোর, করতে পারিনা "ট্যা ফো,কিংবা ভ্যা ভ্যা," "এখনো আমাকে ভালোবাসো?" প্রশ্ন এবং অসন্তোষ, আমি বোকার মতো মাথা নাড়ি, "হ্যাঁ আথেনা, হ্যাঁ হ্যাঁ!" সেই তুমি আবার গেলে শক্ত দেয়াল গুঁড়িয়ে, আমার মিথ্যে হলো ধনুক ভাঙা পন, আমি বাকি জীবন টা হাঁটতে থাকি খুঁড়িয়ে, আমি যন্ত্রনাতেই করে দিলাম আত্মসমর্পন! শক্ত হলেও তরল ভাসি দুধের সর, ভোট হয়না প্রশ্ন ওঠেনা গদি কার! তোমার জন্য কষ্ট পাবো জীবন ভর, এ যেন তোমার সাংবিধানিক অধিকার!  ----  Ramesh C Biswas Writing of  a lover's dream about being with his l...

তুই কি আমার নেশা হোবি

তুই কি আমার নেশা হোবি?  না হয় আমি হবো তোর মত্ত  তুই কি আমার প্রণয়ী হোবি ? না হয় আমি হবো তোর ভক্ত তোর-ই কারনে আমি সর্বহারা হয়ে যাবো , তবু তোকে আমি কখনো ছাড়তে পারবনা ,  লোকে আমার নাম বলে অন্যকে ক্ষ্যাঁপাবে , আমি ভালো কথা বললেও লোকে আমার কথায় হাঁসাহাঁসি করবে , আর তুই সারা দুনিয়ার চোখে বিশ হলেও ,, শুধু আমার দৃষ্টিতে অমৃত হোবি  হোবি? তুই কি আমার নেশা হোবি ? তুই কি আমার পিঁজরা হোবি ? না হয় আমি হবো তোর মইনা  তুই কি আমার সুন্দরী হোবি ? না হয় আমি হবো তোর আইনা ,, তোর মধ্যেই হবে আমার এক টুকরো পৃথিবী, তোর কারনেই আমি আমার আকাশ দেখার চিরাচরিত ইচ্ছেটা বিশর্জন দেবো , তার পরেও তুই তোর মনে অবিশ্বাসের এক শক্ত বাঁসা বাঁধবি , যদি তোকে আমি ফাঁকি দিয় সেই ভয়ে ,,,,,,, আমার পায়ে সোনার শিকল দিবি  হোবি ? তুই কি আমার পিঁজরা হোবি ?? তুই কি আমার লজ্জাবতী হোবি ?  না হয় আমি হবো তোর বেহায়া , তুই কি আমার এই সারাটা অঙ্গ হোবি ? না হয় আমি হবো তোর ছায়া , তুই আকাশ পাতাল সর্গ নরক যেখানেই যাবি আমি তোর সাথ ছাড়বনা ,  তুই হাজার চেষ্টা করেও নিজেকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবিনা , ...

শরীর ছাড়িয়ে | Love Doesn't Have an Age

আমাদের কথা নাই বা বুঝলো লোকে, শব্দেরা ন'য় থাকলো অনেক দূরে, আগামী পৃথিবী মাল্টি রিদম স্ট্রোকে, আমাদের গান নাইবা বাঁধলো সুরে! এ গানের স্থায়ী অবাধ মানব ধর্মে, ত্যাগে হাত ধরে প্রথমের অন্তরা, সাদা মাটা এই মিলন বিরহ ফর্ম-এ, আমাদের প্রেম যাবেনা measure করা! সময় পারে না এখানে আঁচড় কাটতে, পথ ভুলে যায় শরীরের বার্ধক্য! এ প্রেম নতুন অংক চেনায় হাঁটতে! আলজিব্রায় লাভ ক্ষতি পার্থক্য! আথেনা কে ছুঁলে যে কেউ যাবে উৎরে, নতজানু আজ খোদ তাই, বাৎস্যায়ন ও অন্য লিখতেন সূত্রে, আথেনা কে পেলে যোগ করতেন কিছু অশরীরী অধ্যায়! জানি এখন আথেনার ছবি, তুফান তোলে না কাব্যে, হয়ত কোনো আগামী পৃথিবী আমাদের কথা ভাববে! হয়ত কোনো আগামীর প্রেম আথেনার কথা ভাববে !! ---  Ramesh C Biswas

আলতো ছোঁয়া

কোলিয়ারিতে চাঁদ উঠেছে, আকাS ও আজ পরিsকার, পচাই ধেনো আমার হাতে, আন্ধারে হাত ধরিs কার!! পাতাল পুরীর অন্ধ ঘরে, কয়লা যখন ভাঙতে থাকি, ওভার ম্যানের পিছন দিকে,  আথেনা তোর আঁচল দেখি। আথেনা, তুই একলা আমার, ভূখ মেটায় না শুধুই কাজ, ডিনামাইটের বিSফরনে, লুকোতে চাs উপরি আওয়াজ!! সান স্ক্রিন কি বুঝিই নাতো, আলো ঠিকরোয় পাহাড় চূড়ো, আথেনা তোর সাজের বাক্সে লিগনাইটের কালচে গুঁড়ো! মরা খাদানে নাইতে নেবে, সাঁতার কাটিS আগে আগে, কয়লা ছাড়া চামড়া দেখে, কেমন জানি বিস্বাদ লাগে!!! রাতের কামিন, দিনের মজুর, চাঁদের গায়ে চিমনি ধোঁয়া, পিট কয়লার টিলার গায়ে, প্রথম তোকে আলতো ছোঁয়া! আগুন খিদের অল্প টাকায়,  তোকে ছুঁয়ে দেয় অন্য লোক, সেফটি ল্যাম্পটা খুঁজতে থাকে, কয়লা যাওয়া লালচে চোখ !!! ----  Ramesh C Biswas 

আই.পি.এল IPL 2018

আমাদের নাচিয়ে মন নাম লেখালো আই.পি.এলএ সে মাঠের সবুজ ঘাসে চিয়ার লিডার তাই কি ছিলে তোমাকে লক্ষ বারন গভীরতম-গানটা ফাঁকা-ই আজকে সুখাবেশে-ধুম মাচালে ছক্কা হাঁকাই কলিজায় ঘুম কমেছে,বল ঘুরছে ব্যাটের গানে ক্যাচে ম্যাচ জবরদখল কার নাচনে,শাহরুখ খানের দু'চোখ খোলা,উড়ছে শুধু হাসিমুখ কারেন্সিরা প্রাইভেট লিমিটেড ব্যস্ত বাগীশ নাড়েন শিরা ফসলের ধ্বসা রোগে এক যোগেই মৃত্যু কামড় শিলাবৃষ্টি-কালবৈশাখী,তবু সব দোলায় চামর পাবলিক উগ্র নাচে,সস্তা বাঁচে-তায় ক্ষতি কি যতসব শব্দ লিখি-সত্যি ঠিকই তাও প্রতীকি ভাবনা জাবনা কাটে একটুও টাচ নাই কি দিলএ আমাদের নাচিয়ে মন নাম লেখালো আই. পি.এলএ | ----  কিশলয় গুপ্ত

Bahut Khushnaseeb Hote Hai Wo Log Jinka Pyar Unki Kadar Bhi Karta Hai Aur Izzat Bhi

Bahut Khushnaseeb Hote Hai Wo Log Jinka Pyar Unki Kadar Bhi Karta Hai Aur Izzat Bhi

প্রেম কি ?

প্রচুর ভালোবাসা এক সময় প্রচুর ঘৃণাতে বদলে যেতে পারে। একটা মানুষ যাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতো, এমনি এমনি সে কখনো তার ক্ষতি করতে পারে না। প্রচুর আবেগ প্রচুর ভালোবাসার সমাপ্তিটা মাঝে মাঝে খুব ভয়ানক হতে পারে। সবাই সব কিছু মেনে নিয়ে সব কিছু গ্রহণ করতে পারে না। আমাদের জীবনের অনেক ব্যাপারগুলোই এমন হয় যে আমরা সবাই সব কিছু সহ্য করতে পারি না। যদি সহ্য করতে পারতাম! তাহলে, এতো মানুষ রোজ আত্মহত্যা করতো না, এত মানুষ প্রতিহিংসার স্বীকার হয়ে খুন হতো না। প্রচণ্ড কষ্ট আমরা কেউ কেউ সহ্য করতে পারি, তবে অনেকেই পারি না। কারো কারো শারীরিক কষ্ট সহ্য করার ক্ষমতা বেশি থাকে। করো মানসিক কষ্ট সহ্যের ক্ষমতা বেশি থাকে। আবার এর উল্টোটাও হয়, কিছু মানুষ আছে সামন্য রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, কিছু মানষ দূর সম্পর্কের অনাত্মীয় কারো মৃত্যু সংবাদেও বুকে ব্যাথার ওষুধ খেতে হয়। ভুল মানুষকে ভুল কষ্ট দেওয়াটা ঠিক না, কেননা একসময় সেটা নিজের জীবনে ফিরে আসতে পারে, আমাদের জীবনের এই সমস্যাগুলো যখন ফিরে আসে তখন শুধু আমাদের হয়ে ফিরে আসে না, আমাদের মা বাবা ভাই বোন পুরো পরিবারকে জড়িয়ে ফেলে। আজকে যাকে ছেড়ে যাচ্ছেন তাকে এমনি এমনি ছেড়ে য...

অনুভূতি

-কটা বাজে এখন.. -সারে চারটে, -সকাল থেকে কোথায় ছিলি, -হাসপাতালে, -হাসপাতালে..?কেনো..? -বন্ধুর মা অসুস্থ, -আমার ফোন ধরিস নি, কেনো..? -সময় পাইনি, -মানে, আমি কম করে দশ বার ফোন করেছি, সময় হলো না ধরার, -আসলে এতো ছোটা ছুটি, রক্ত জোগাড়,  সময় পাইনি রে, একদম, -হে ভগবান, এ আমি কাকে ভালোবাসি, -আমি জানি, -কি জানিস..? -ঐ যে কাকে ভালোবাসিস, -কাকে..? -আমাকে, -আজ কি মনে আছে..? -আছে, -কি, শুনি, -ভালোবাসার দিন, -সে তো, চলছে,, আজ কি দিন..? -টেডি ডে, কিন্তু,, -কিন্তু কি,, -আনতে পারিনি,, টাকাটা বন্ধুকে... -আমি কিছু জিজ্ঞাসা করেছি টেডির ব্যাপারে..? -না, আনতে পারিনি, তাই সরি,, -হাতটা পাত, -কেনো, -যা বলছি সেটা শোন, -আচ্ছা, এই দিলাম, -আমার হাতটা রাখলাম, চোখ বোঝ, কি ভাবছিস, -দারুন, অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছে কোথায় যেনো হারিয়ে যাচ্ছি, কেমন যেনো রোমাঞ্চ লাগছে শরীরে, কেমন একটা ভালোলাগা তৈরী হচ্ছে মনের মধ্যে, কেমন যেনো বিশ্বাস করতে ইচ্ছে করছে তোকে,, -এই ভাবেই হাতটা ধরে রাখতে হবে, টেডি আমার চাই না, আমি তোকে চাই, বন্ধুর উপকারে টেডির টাকা দিয়েছিস, এটাই আজ আমার সবচেয়ে বড় উপহার, তুই আমার যেনো অহঙ্কার হতে পারিস,,,, নে ...

তোমার কারণে

আমি চাই মরে যাও তুমি! সাথে নিয়ে যাও আমিটাকেও, যার সূত্রপাত তোমায় দিয়ে, তোমার আবেগে যার সৃষ্টি, যাকে পড়তে আড়াল তুমিকেই সবাই বোঝে, আর আমিটা আড়ালে রই বারবার! আমি চাই, আমার স্পন্দন কারোর জন্য না কেঁপে উঠুক, স্থির হয়ে যাক, তোমার অবর্তমানে কোমায়! যেন আমি বেঁচে যাবো,  শিখব পথ চলতে সাবধানে, কারণ তখন কেউ থাকবেনা আর সাবধান করার জন্য। আমি সেদিন নিজের জন্যে বাঁচবো, যে চলে যাবে তোমার অবর্তমানে, তোমারই সাথে! ----- সৌম্য

তোমার ভালোবাসায়

খুব কি আমি খারাপ ছিলাম? যদি জিজ্ঞেস করি আমায়, সব আঙুলই আমার দিকে তোমার ভালোবাসায় ! --- সৌম্য

Hindi Sharabi Shayari

Sharabi Shayari in Hindi Madhosh Hum Hardam Raha Karte Hain, Aur Ilzaam Sharaab Ko Diya Karte Hain, Kasoor Sharaab Ka Nahi Unka Hai Yaaron, Jinka Chehra Hum Har Jaam Mein Talaash Kiya Karte Hain. ✮   Sharabi Hindi Shayari  ✮ Pee Ke Raat Ko Hum Unko Bhulane Lage, Sharab Mein Gham Ko Milane Lage, Daru Bhi Bewafa Nikli Yaron, Nashe Mein To Woh Aur Bhi Yaad Aane Lage. ✮   Hindi Shayari Sharabi  ✮ Ek Jaam Ulfat Ke Naam, Ek Jaam Mohabat Ke Naam. Ek Jaam Wafa K Naam, Puri Botal Bewafa Ke Naam, Aur Pura Theka Doston Ke Naam. ✮   Sharabi Shayari Hindi  ✮ Teri Aankhon Ke Ye Jo Pyale Hain, Meri Andheri Raaton Ke Ujale Hain, Peeta Hoon Jaam Par Jaam Tere Naam Ka, Hum To Sharabi Be-Sharab Wale Hain..!! ✮   Shayari Sharabi Hindi  ✮ Nasha Hum Karte Hain, Ilzaam Sharaab Ko Diya Jaata Hai, Magar Ilzaam Sharab Ka Nahi Unka Hai, Jinka Chehra Hume Har Jaam Me Nazar Aata Hai. ✮   Sharabi Shayari in Hindi  ✮ Pee Hai Sharab Har Gali Har Dukan Se, Ek Dosti Si H...

Hindi Love Shayari

Hindi Love Shayari Khushboo Bankar Teri Saanso Mein Sama Jayenge, Sukun Bankar Tere Dil Mein Utar Jayenge, Mehsus Karne Ki Koshish To Kijiye, Dur Rahte Hue Bhi Pass Najar Aayenge. ✮  Love Shayari in Hindi  ✮  Mayoos Toh Hun Tere Vaade Se, Kuchh Aas Nahi Kuchh Aas Bhi, Main Apne Khayalon Ke Sadke, Tu Paas Nahi Aur Paas Bhi Hai. ✮  Love Hindi Shayari  ✮  Haal Apna Tumhein Batana Kya, Cheer Ke Dil Tumhein Dikhana Kya, Wahi Rona Hai Sadaa Ka Ab Bhi, Daastaan Phir Wohi Dohrana Kya, Bekarari Hi Hai Judaai Mein, Gham Ki Baatein Tumhein Sunana Kya, Meri Chuppi Mein Teri Mohabbat Hai, Bewajaha Honthon Ko Hilana Kya. ✮  Hindi Shayari Love  ✮  Tujhe Chaha Bhi To Ijahaar Na Kar Sake, Kat Gai Umar Kisi Se Pyaar Na Kar Sake, Tune Maanga Bhi To Apni Judai Maangi, Aur Ham The Ki Inkaar Na Kar Sake. ✮  Love Shayari Hindi  ✮  Jab Khamosh Aankho Se Baat Hoti Hai. Aise Hi Mohabbat Ki Shurwat Hoti Hai. Tumhare Hi Khyalo Mein Khoye Rehte Hai. Pata N...