টুকরো হওয়া স্বপ্ন গুলো জোট বেঁধেছে আবার, দেখতে পেলাম মালার মতো খোঁপাতে, ঘরে ঢুকেই অবাক, তোমার টেবিলে খাবার, তুমি বসে আছো সেই পুরনো সোফাতে। আমার উচিত বেশি বেশি রাগ দেখানো এখন, আসছে না রাগ, গিলতে থাকি ঢোক, "কিছু একটা ঘটবে",কানে কানে বলছে অবচেতন। উঠে দাঁড়িয়ে মেলে ধরলে হাজার অভিযোগ! যে কথাটা বলবো বলে সাজানো ছিলো, মনের মধ্যে এক সমুদ্র অভিমানে, দুই পাখি তো দূরের কথা, নষ্ট হলো ঢিল ও, আমি হাঁটতে থাকি কেন্দ্রাতিগ এক টানে! "কেনো আমি জোর করিনি!"-এটাও আমার দোষ, হারিয়ে ফেলি জোর, করতে পারিনা "ট্যা ফো,কিংবা ভ্যা ভ্যা," "এখনো আমাকে ভালোবাসো?" প্রশ্ন এবং অসন্তোষ, আমি বোকার মতো মাথা নাড়ি, "হ্যাঁ আথেনা, হ্যাঁ হ্যাঁ!" সেই তুমি আবার গেলে শক্ত দেয়াল গুঁড়িয়ে, আমার মিথ্যে হলো ধনুক ভাঙা পন, আমি বাকি জীবন টা হাঁটতে থাকি খুঁড়িয়ে, আমি যন্ত্রনাতেই করে দিলাম আত্মসমর্পন! শক্ত হলেও তরল ভাসি দুধের সর, ভোট হয়না প্রশ্ন ওঠেনা গদি কার! তোমার জন্য কষ্ট পাবো জীবন ভর, এ যেন তোমার সাংবিধানিক অধিকার! ---- Ramesh C Biswas Writing of a lover's dream about being with his l...