-কটা বাজে এখন..
-সারে চারটে,
-সকাল থেকে কোথায় ছিলি,
-হাসপাতালে,
-হাসপাতালে..?কেনো..?
-বন্ধুর মা অসুস্থ,
-আমার ফোন ধরিস নি, কেনো..?
-সময় পাইনি,
-মানে, আমি কম করে দশ বার ফোন করেছি, সময় হলো না ধরার,
-আসলে এতো ছোটা ছুটি, রক্ত জোগাড়, সময় পাইনি রে, একদম,
-হে ভগবান, এ আমি কাকে ভালোবাসি,
-আমি জানি,
-কি জানিস..?
-ঐ যে কাকে ভালোবাসিস,
-কাকে..?
-আমাকে,
-আজ কি মনে আছে..?
-আছে,
-কি, শুনি,
-ভালোবাসার দিন,
-সে তো, চলছে,, আজ কি দিন..?
-টেডি ডে, কিন্তু,,
-কিন্তু কি,,
-আনতে পারিনি,, টাকাটা বন্ধুকে...
-আমি কিছু জিজ্ঞাসা করেছি টেডির ব্যাপারে..?
-না, আনতে পারিনি, তাই সরি,,
-হাতটা পাত,
-কেনো,
-যা বলছি সেটা শোন,
-আচ্ছা, এই দিলাম,
-আমার হাতটা রাখলাম, চোখ বোঝ, কি ভাবছিস,
-দারুন, অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছে কোথায় যেনো হারিয়ে যাচ্ছি, কেমন যেনো রোমাঞ্চ লাগছে শরীরে, কেমন একটা ভালোলাগা তৈরী হচ্ছে মনের মধ্যে, কেমন যেনো বিশ্বাস করতে ইচ্ছে করছে তোকে,,
-এই ভাবেই হাতটা ধরে রাখতে হবে, টেডি আমার চাই না, আমি তোকে চাই, বন্ধুর উপকারে টেডির টাকা দিয়েছিস, এটাই আজ আমার সবচেয়ে বড় উপহার, তুই আমার যেনো অহঙ্কার হতে পারিস,,,, নে এবার হাতটা ছাড়,, আর শোন ১৪ তারিখ হাসপাতাল হয়ে আসিস পারলে, আমি অপেক্ষা করবো, এখানে ||
--- মনোজিৎ
Comments
Post a Comment