আমাদের কথা নাই বা বুঝলো লোকে,
শব্দেরা ন'য় থাকলো অনেক দূরে,
আগামী পৃথিবী মাল্টি রিদম স্ট্রোকে,
আমাদের গান নাইবা বাঁধলো সুরে!
এ গানের স্থায়ী অবাধ মানব ধর্মে,
ত্যাগে হাত ধরে প্রথমের অন্তরা,
সাদা মাটা এই মিলন বিরহ ফর্ম-এ,
আমাদের প্রেম যাবেনা measure করা!
সময় পারে না এখানে আঁচড় কাটতে,
পথ ভুলে যায় শরীরের বার্ধক্য!
এ প্রেম নতুন অংক চেনায় হাঁটতে!
আলজিব্রায় লাভ ক্ষতি পার্থক্য!
আথেনা কে ছুঁলে যে কেউ যাবে উৎরে,
নতজানু আজ খোদ তাই,
বাৎস্যায়ন ও অন্য লিখতেন সূত্রে,
আথেনা কে পেলে যোগ করতেন কিছু অশরীরী অধ্যায়!
জানি এখন আথেনার ছবি,
তুফান তোলে না কাব্যে,
হয়ত কোনো আগামী পৃথিবী
আমাদের কথা ভাববে!
হয়ত কোনো আগামীর প্রেম
আথেনার কথা ভাববে !!
--- Ramesh C Biswas
Comments
Post a Comment