আমাদের নাচিয়ে মন নাম লেখালো আই.পি.এলএ
সে মাঠের সবুজ ঘাসে চিয়ার লিডার তাই কি ছিলে
তোমাকে লক্ষ বারন গভীরতম-গানটা ফাঁকা-ই
আজকে সুখাবেশে-ধুম মাচালে ছক্কা হাঁকাই
কলিজায় ঘুম কমেছে,বল ঘুরছে ব্যাটের গানে
ক্যাচে ম্যাচ জবরদখল কার নাচনে,শাহরুখ খানের
দু'চোখ খোলা,উড়ছে শুধু হাসিমুখ কারেন্সিরা
প্রাইভেট লিমিটেড ব্যস্ত বাগীশ নাড়েন শিরা
ফসলের ধ্বসা রোগে এক যোগেই মৃত্যু কামড়
শিলাবৃষ্টি-কালবৈশাখী,তবু সব দোলায় চামর
পাবলিক উগ্র নাচে,সস্তা বাঁচে-তায় ক্ষতি কি
যতসব শব্দ লিখি-সত্যি ঠিকই তাও প্রতীকি
ভাবনা জাবনা কাটে একটুও টাচ নাই কি দিলএ
আমাদের নাচিয়ে মন নাম লেখালো আই. পি.এলএ |
---- কিশলয় গুপ্ত
Comments
Post a Comment