কোলিয়ারিতে চাঁদ উঠেছে,
আকাS ও আজ পরিsকার,
পচাই ধেনো আমার হাতে,
আন্ধারে হাত ধরিs কার!!
পাতাল পুরীর অন্ধ ঘরে,
কয়লা যখন ভাঙতে থাকি,
ওভার ম্যানের পিছন দিকে,
আথেনা তোর আঁচল দেখি।
আথেনা, তুই একলা আমার,
ভূখ মেটায় না শুধুই কাজ,
ডিনামাইটের বিSফরনে,
লুকোতে চাs উপরি আওয়াজ!!
সান স্ক্রিন কি বুঝিই নাতো,
আলো ঠিকরোয় পাহাড় চূড়ো,
আথেনা তোর সাজের বাক্সে
লিগনাইটের কালচে গুঁড়ো!
মরা খাদানে নাইতে নেবে,
সাঁতার কাটিS আগে আগে,
কয়লা ছাড়া চামড়া দেখে,
কেমন জানি বিস্বাদ লাগে!!!
রাতের কামিন, দিনের মজুর,
চাঁদের গায়ে চিমনি ধোঁয়া,
পিট কয়লার টিলার গায়ে,
প্রথম তোকে আলতো ছোঁয়া!
আগুন খিদের অল্প টাকায়,
তোকে ছুঁয়ে দেয় অন্য লোক,
সেফটি ল্যাম্পটা খুঁজতে থাকে, কয়লা যাওয়া লালচে চোখ !!!
---- Ramesh C Biswas
Comments
Post a Comment