Skip to main content

Posts

অক্ষমতা

শুনলাম তুমি ভালোবেসেছো… শুনলাম তুমি কাছে চেয়েছো… তুমি অপেক্ষায় আছো আমার… না বলা কত কথা… সুরে সুরে বোবা হয়ে… পাথুরে মন নরম হয় আমার তবু বলব ভালোবেসো না আমাকে তুমি কাছে চেয়ো না আমি হেরে যাওয়া যোদ্ধা বেকার আমাকে তুমি ভুল চিনোনা… আমার হাজার অক্ষমতায়… ঘরে ফেরার অনিশ্চয়তা… ভালোবেসো না আমায়…. শুধু ব্যথা পাওয়ার খেলায়… খেলে ক্লান্ত এই সাঁঝবেলায়… কান্নাও থেমে গিয়েছে আমার… জীবনের এই আলোক মঞ্ছে… একা দাঁড়িয়ে সময়ের রন্ধ্রে… হার মেনে নিয়েছে আত্মা আমার… দেহে তাই আজ বিষাক্ত স্রোত বয়… পৃথিবী টা কে নরম মনে হয়… হাত রেখো না আমার আগুনে…আমার… চেয়ো না আমার মায়া বন্ধুতা… আমার হাজার অক্ষমতায়… ঘরে ফেরার অনিশ্চয়তা… ভালোবেসো না আমায়…
Recent posts

ভাগারের মাংস

ভাগার থেকে হেঁশেল ঘুরে, মাংস পড়ল প্লেটে, খাদ্য রসিক বাবুমশাই খাবেন চেটেপুটে। মশলা মাখা চিকেন, মটন, আহা কি তার টেস্ট, বাড়ীর রান্না ডিসগাস্টিং, রেস্টুরেন্ট-ই বেষ্ট। উইকেন্ডে বার-এ বাবু, মদ, মাংসের টানে, মাংস - সেটা হোকনা ভাগার, থোড়াই কেউ তা জানে। পাঁচতারা তে চলছে অফার, বউ চাইছেন যেতে, মোটা টাকায় কিনলে মটন, মুরগীর ঠ্যাং ফ্রি তে। কোনটা টাটকা, কোনটা ভাগার, কি হবে সব জেনে? বাবু খাচ্ছেন রিল্যাক্স মুডে, চাপ দিসনা ব্রেনে।

Aadhar Card MuSt | Don't Prank ! Not For You

গরুদের ও আধার হবে যেই না গ্যাছে কানে, গাধারা সব ভীষণ খেপে বল্লে এটার মানে? ইস্কুলে সব ব্যাক-বেন্চার, আমরা তো এক দলে! ওদের শুধু আধার দেবে কোন অধিকার বলে? আধার মোরা চাইছি নাকো ভোটার কার্ডেই হবে, এখন বলো হিসেব করে পাচ্ছি সেটা কবে? ছাগল-পাঁঠা আড়াল থেকে দেখছিলো সব মজা, দুলিয়ে দাড়ি লাইন দিয়ে এগিয়ে এলো সোজা। বললে "দাদা আমরা মোটেই কম যাই না কিছু, সব সময়েই গাধা-গরুর সঙ্গে পিছু পিছু। মনে আছে ?মাষ্টার-মশাই কান টি ধরে ক্লাসে, গরু-গাধা-ছাগল হেঁকে চড় কষাতেন কষে? দিন টা এখন পাল্টে গ্যাছে আমরা প্রথম সারি, লেখাপড়া করলে জেনো দু:খ আছে ভারী। গরু গাধা ছাগল আমি যেই হই না কেন, আধার-ভোটার-ডেবিট-ক্রেডিট কার্ড-ই আসল জেনো। কার্ড আমাদের পেতেই হবে কার্ড-ই জীয়ন-কাঠি, কার্ড যদি না থাকলো, তবে বেঁচে থাকাই মাটি।

এক টুকরো স্বপ্ন

টুকরো হওয়া স্বপ্ন গুলো জোট বেঁধেছে আবার, দেখতে পেলাম মালার মতো খোঁপাতে,  ঘরে ঢুকেই অবাক, তোমার টেবিলে খাবার, তুমি বসে আছো সেই পুরনো সোফাতে। আমার উচিত বেশি বেশি রাগ দেখানো এখন, আসছে না রাগ, গিলতে থাকি ঢোক, "কিছু একটা ঘটবে",কানে কানে বলছে অবচেতন। উঠে দাঁড়িয়ে মেলে ধরলে হাজার অভিযোগ! যে কথাটা বলবো বলে সাজানো ছিলো, মনের মধ্যে এক সমুদ্র অভিমানে, দুই পাখি তো দূরের কথা, নষ্ট হলো ঢিল ও, আমি হাঁটতে থাকি কেন্দ্রাতিগ এক টানে! "কেনো আমি জোর করিনি!"-এটাও আমার দোষ, হারিয়ে ফেলি জোর, করতে পারিনা "ট্যা ফো,কিংবা ভ্যা ভ্যা," "এখনো আমাকে ভালোবাসো?" প্রশ্ন এবং অসন্তোষ, আমি বোকার মতো মাথা নাড়ি, "হ্যাঁ আথেনা, হ্যাঁ হ্যাঁ!" সেই তুমি আবার গেলে শক্ত দেয়াল গুঁড়িয়ে, আমার মিথ্যে হলো ধনুক ভাঙা পন, আমি বাকি জীবন টা হাঁটতে থাকি খুঁড়িয়ে, আমি যন্ত্রনাতেই করে দিলাম আত্মসমর্পন! শক্ত হলেও তরল ভাসি দুধের সর, ভোট হয়না প্রশ্ন ওঠেনা গদি কার! তোমার জন্য কষ্ট পাবো জীবন ভর, এ যেন তোমার সাংবিধানিক অধিকার!  ----  Ramesh C Biswas Writing of  a lover's dream about being with his l

তুই কি আমার নেশা হোবি

তুই কি আমার নেশা হোবি?  না হয় আমি হবো তোর মত্ত  তুই কি আমার প্রণয়ী হোবি ? না হয় আমি হবো তোর ভক্ত তোর-ই কারনে আমি সর্বহারা হয়ে যাবো , তবু তোকে আমি কখনো ছাড়তে পারবনা ,  লোকে আমার নাম বলে অন্যকে ক্ষ্যাঁপাবে , আমি ভালো কথা বললেও লোকে আমার কথায় হাঁসাহাঁসি করবে , আর তুই সারা দুনিয়ার চোখে বিশ হলেও ,, শুধু আমার দৃষ্টিতে অমৃত হোবি  হোবি? তুই কি আমার নেশা হোবি ? তুই কি আমার পিঁজরা হোবি ? না হয় আমি হবো তোর মইনা  তুই কি আমার সুন্দরী হোবি ? না হয় আমি হবো তোর আইনা ,, তোর মধ্যেই হবে আমার এক টুকরো পৃথিবী, তোর কারনেই আমি আমার আকাশ দেখার চিরাচরিত ইচ্ছেটা বিশর্জন দেবো , তার পরেও তুই তোর মনে অবিশ্বাসের এক শক্ত বাঁসা বাঁধবি , যদি তোকে আমি ফাঁকি দিয় সেই ভয়ে ,,,,,,, আমার পায়ে সোনার শিকল দিবি  হোবি ? তুই কি আমার পিঁজরা হোবি ?? তুই কি আমার লজ্জাবতী হোবি ?  না হয় আমি হবো তোর বেহায়া , তুই কি আমার এই সারাটা অঙ্গ হোবি ? না হয় আমি হবো তোর ছায়া , তুই আকাশ পাতাল সর্গ নরক যেখানেই যাবি আমি তোর সাথ ছাড়বনা ,  তুই হাজার চেষ্টা করেও নিজেকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবিনা ,  অবশেষে হারমেনে আমাকে তোরই অংশ ভাববি আর  গহি

শরীর ছাড়িয়ে | Love Doesn't Have an Age

আমাদের কথা নাই বা বুঝলো লোকে, শব্দেরা ন'য় থাকলো অনেক দূরে, আগামী পৃথিবী মাল্টি রিদম স্ট্রোকে, আমাদের গান নাইবা বাঁধলো সুরে! এ গানের স্থায়ী অবাধ মানব ধর্মে, ত্যাগে হাত ধরে প্রথমের অন্তরা, সাদা মাটা এই মিলন বিরহ ফর্ম-এ, আমাদের প্রেম যাবেনা measure করা! সময় পারে না এখানে আঁচড় কাটতে, পথ ভুলে যায় শরীরের বার্ধক্য! এ প্রেম নতুন অংক চেনায় হাঁটতে! আলজিব্রায় লাভ ক্ষতি পার্থক্য! আথেনা কে ছুঁলে যে কেউ যাবে উৎরে, নতজানু আজ খোদ তাই, বাৎস্যায়ন ও অন্য লিখতেন সূত্রে, আথেনা কে পেলে যোগ করতেন কিছু অশরীরী অধ্যায়! জানি এখন আথেনার ছবি, তুফান তোলে না কাব্যে, হয়ত কোনো আগামী পৃথিবী আমাদের কথা ভাববে! হয়ত কোনো আগামীর প্রেম আথেনার কথা ভাববে !! ---  Ramesh C Biswas

আলতো ছোঁয়া

কোলিয়ারিতে চাঁদ উঠেছে, আকাS ও আজ পরিsকার, পচাই ধেনো আমার হাতে, আন্ধারে হাত ধরিs কার!! পাতাল পুরীর অন্ধ ঘরে, কয়লা যখন ভাঙতে থাকি, ওভার ম্যানের পিছন দিকে,  আথেনা তোর আঁচল দেখি। আথেনা, তুই একলা আমার, ভূখ মেটায় না শুধুই কাজ, ডিনামাইটের বিSফরনে, লুকোতে চাs উপরি আওয়াজ!! সান স্ক্রিন কি বুঝিই নাতো, আলো ঠিকরোয় পাহাড় চূড়ো, আথেনা তোর সাজের বাক্সে লিগনাইটের কালচে গুঁড়ো! মরা খাদানে নাইতে নেবে, সাঁতার কাটিS আগে আগে, কয়লা ছাড়া চামড়া দেখে, কেমন জানি বিস্বাদ লাগে!!! রাতের কামিন, দিনের মজুর, চাঁদের গায়ে চিমনি ধোঁয়া, পিট কয়লার টিলার গায়ে, প্রথম তোকে আলতো ছোঁয়া! আগুন খিদের অল্প টাকায়,  তোকে ছুঁয়ে দেয় অন্য লোক, সেফটি ল্যাম্পটা খুঁজতে থাকে, কয়লা যাওয়া লালচে চোখ !!! ----  Ramesh C Biswas