গরুদের ও আধার হবে
যেই না গ্যাছে কানে,
গাধারা সব ভীষণ খেপে
বল্লে এটার মানে?
ইস্কুলে সব ব্যাক-বেন্চার,
আমরা তো এক দলে!
ওদের শুধু আধার দেবে
কোন অধিকার বলে?
আধার মোরা চাইছি নাকো
ভোটার কার্ডেই হবে,
এখন বলো হিসেব করে
পাচ্ছি সেটা কবে?
ছাগল-পাঁঠা আড়াল থেকে
দেখছিলো সব মজা,
দুলিয়ে দাড়ি লাইন দিয়ে
এগিয়ে এলো সোজা।
বললে "দাদা আমরা মোটেই
কম যাই না কিছু,
সব সময়েই গাধা-গরুর
সঙ্গে পিছু পিছু।
মনে আছে ?মাষ্টার-মশাই
কান টি ধরে ক্লাসে,
গরু-গাধা-ছাগল হেঁকে
চড় কষাতেন কষে?
দিন টা এখন পাল্টে গ্যাছে
আমরা প্রথম সারি,
লেখাপড়া করলে জেনো
দু:খ আছে ভারী।
গরু গাধা ছাগল আমি
যেই হই না কেন,
আধার-ভোটার-ডেবিট-ক্রেডিট
কার্ড-ই আসল জেনো।
কার্ড আমাদের পেতেই হবে
কার্ড-ই জীয়ন-কাঠি,
কার্ড যদি না থাকলো, তবে
বেঁচে থাকাই মাটি।
Comments
Post a Comment