ভাগার থেকে হেঁশেল ঘুরে,
মাংস পড়ল প্লেটে,
খাদ্য রসিক বাবুমশাই
খাবেন চেটেপুটে।
মশলা মাখা চিকেন, মটন,
আহা কি তার টেস্ট,
বাড়ীর রান্না ডিসগাস্টিং,
রেস্টুরেন্ট-ই বেষ্ট।
উইকেন্ডে বার-এ বাবু,
মদ, মাংসের টানে,
মাংস - সেটা হোকনা ভাগার,
থোড়াই কেউ তা জানে।
পাঁচতারা তে চলছে অফার,
বউ চাইছেন যেতে,
মোটা টাকায় কিনলে মটন,
মুরগীর ঠ্যাং ফ্রি তে।
কোনটা টাটকা, কোনটা ভাগার,
কি হবে সব জেনে?
বাবু খাচ্ছেন রিল্যাক্স মুডে,
চাপ দিসনা ব্রেনে।
Comments
Post a Comment