আমার বুকে জমছে ব্যথা
তোমার কাছে আদরপ্রলেপ !
মন ভোলানো টুকরো স্মৃতি
ভালোবাসার উষ্ণ লেপ ৷
ভেঙে যাই কাঁচের মতন
জীর্ণ শরীর বিরহ পাড়া !
অপেক্ষাদের ক্লান্তি তবু
দিচ্ছে ডাক, দিচ্ছে সাড়া ৷
মনখারাপি আর্তি নামে
সন্ধ্যে হলেই মনকেমন !
স্বপ্নদিন পাথরচাপা
সুখের ভ্রমে যাওয়া বারণ ৷
ইচ্ছে হলে নিজে এসো
হাতে করে ফাগুন নিয়ে !
প্রেমের পরশ বারিধারা
এমনিই যাব তলতলিয়ে ৷
Comments
Post a Comment