তোমায় আমি দেখে ছিলেম, বসন্ত বিকালে --
আলতো করে চেয়ে ছিলে, হয়তো লাজ ভুলে,
পাতারা সব ঝরে ছিল, কিসের ইসারায় --
বুকের মাঝে দুরু দুরু, কিসের মহিমায়,
এখনো তো ভোর হয়নি, মনের আঙিনায় --
স্বপ্নগুলো সোহাগ করে, খেলার অছিলায়,
দিনের আলোয় ব্যস্ত সকাল, হাজার কাজের ভীড় --
স্বপ্ন তবু দিব্যি বেঁচে, বুকের মাঝে নীড়,
দিন ফুরালে রাত্রি আবার, শান্ত কোলাহল --
মনের মাঝে ভীড় করে যে, বসন্ত বিকাল।
Comments
Post a Comment