বিপন্ন আজ মাতৃ ভাষা, দুঃখিনী বর্ণমালা,
বাংলা আমার প্রাণের ভাষা, বাংলা কিশোর বেলা।
বাংলা আমার পথের সাথী, বাংলা পথ চলা,
বিপন্ন আজ মাতৃ ভাষা, দুঃখিনী বর্ণমালা।
ছুটছি কত ইদুঁর দৌড়ে, পিষছি জাঁতাকলে,
যে ভাষাতে মা চিনেছি, সে আজ অস্তাচলে।
আজ বাঙালি মাথা নুইয়ে, আর কত পথচলা,
বিপন্ন আজ মাতৃভাষা, দুঃখিনী বর্ণমালা।
বিশ্ব আজ হাতের মুঠোয়, শেখার তাগিদ অনেক,
তবুও ভুলি কেমন ভাবে, ঘুমায় কেনো বিবেক।
প্রথম প্রেম বাংলা আমার, প্রথম কথাবলা,
কেমনে লুকাই বুকের ক্ষত, দুঃখিনী বর্ণমালা।
গীতবিতান আর গীতাঞ্জলী আরো কত মুখ,
বাংলা ভাষা আমার ভাষা, গর্বে ভরে বুক।
বাংলা মায়ের আঁচল ধ'রে, মোদের পথচলা,
হায় বাঙালি আজকে কেনো, দুঃখিনী বর্ণমালা।
Comments
Post a Comment