Skip to main content

Posts

Showing posts from March, 2018

অপেক্ষাদের ক্লান্তি

আমার বুকে জমছে ব্যথা তোমার কাছে আদরপ্রলেপ ! মন ভোলানো টুকরো স্মৃতি ভালোবাসার উষ্ণ লেপ ৷ ভেঙে যাই কাঁচের মতন জীর্ণ শরীর বিরহ পাড়া ! অপেক্ষাদের ক্লান্তি তবু দিচ্ছে ডাক, দিচ্...

আবেগী মনের ভাষা

তোমার চোখে দেখেছি আমি      কত না স্বপ্ন-আশা, তবুও তুমি বুঝলে না এই    আবেগী মনের ভাষা ।

বসন্তের কুঁড়ে ঘর

জানি আমি বুকের মাঝে    বইছে অনেক ঝড়; তবুও বসন্তের ওই স্মৃতিতে      বাঁধছি কুঁড়ে ঘর ।    

মন ডুবেছে কামের পাকে

মন ডুবেছে কামের পাকে চার বছরেও ভোগ্য হয় তবুও মোরা শ্রেষ্ঠ প্রাণী ভাবতে বড়ই লজ্জা হয়...

নিরাশা হয়েছি আজ

ভেঙেছে জীবন ভেঙেছে মন     ভেঙেছে সব আশা তাসের ঘরের মতো ভেঙে পড়ে     আজ হয়েছি নিরাশা ।  

জলে ভরা আমার দু চোখ

জলে ভরা আমার দু চোখ    স্তব্ধ চেনা দুই পলক, তোমারে আজও খুঁজে বেড়াই    দেখা পেতে এক ঝলক।

অহংকার তুমি আমার

অহং-এ দণ্ডায়মান আমি,    অহংকার তুমি আমার ; ভাসছি রোজ, চিঠি-কাগজ    তোমায় খুঁজে আনার।

আবেগী মন

চাই, আবার চাই না কিছুই       মনে কিছু নাই সাধ; চেয়েছি যত,  ততবারই তুমি   করেছো বিশ্বাসে আঘাত।   

সময়ের সাথে চলেছি আমি

সময়ের সাথে চলেছি আমি ,    দেখেছি আমি নতুন পৃথিবী; সাজানো দেওয়ালে ফাঁকা ফ্রেম,    নেই প্রেম, নেই তার ছবি।    

ভালোবাসি তোমার মন

ভালোবাসি তোমার মন ,    ভালোবাসি তোমায়; তুমি কি ভালোবাসো-    আমার মন আর আমায়?

স্বার্থের পৃথিবী

মনে হয় আমি জন্মেছি কেনো       স্বার্থের পৃথিবীতে ; ভালো হতো মা গো,    যদি আমায় জন্ম না দিতে।    

ঝড়

ঝড় উঠলো এমন সময়ে     বাইরে গেলাম আমি, দেখি বৃষ্টির সান্ধ্য ছোঁয়ায়      দাঁড়িয়ে আছো তুমি!    

জীবনে লেগেছে গ্রহন

স্বপ্ন দেখেছি অনেক কিছুই     হবেনা আর যা পুরণ, আসবেনা হয়তো সেই দিন   জীবনে লেগেছে গ্রহন ।

অভিমানে পুড়ে স্তম্ভিত

অভিমানে পুড়ে স্তম্ভিত আজ   ইচ্ছে নেই আর বন্ধু হবার, এই দুনিয়ায় দেখেছি আমি-   একই রুপ বোধহয় সবার।  

ফিরিয়ে দিলে শেষে

বন্ধু তুমি হারিয়ে গেলে    দিগন্ত পেরিয়ে এসে, এমন করে ভাব দেখালে    ফিরিয়ে দিলে শেষে !  

ভালোবাসাহীন জীবন

আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্তবিহীন হাত গচ্ছিত রেখে লাজুক দু’হাতে আমি কাটাবো উজাড় যুগলবন্দী হাত অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামী, একবার আসে, তাকে ভালোবেসে যদি অমার্জনীয় অপরাধ হয় হোক, ইতিহাস দেবে অমরতা নিরবধি আয় মেয়ে গড়ি চারু আনন্দলোক। দেখবো দেখাবো পরস্পরকে খুলে যতো সুখ আর দুঃখের সব দাগ, আয় না পাষাণী একবার পথ ভুলে পরীক্ষা হোক কার কতো অনুরাগ।

জীবন নামের ককটেল

দেখছি কত , পাচ্ছি মজা, মুখোশধারীর মাদারি খেল- এমনি ভাবেই গিলছি যে রোজ, জীবন নামের ককটেল .!!!!!

দুঃখিনী_বর্ণমালা

বিপন্ন আজ মাতৃ ভাষা, দুঃখিনী বর্ণমালা, বাংলা আমার প্রাণের ভাষা, বাংলা কিশোর বেলা। বাংলা আমার পথের সাথী, বাংলা পথ চলা, বিপন্ন আজ মাতৃ ভাষা, দুঃখিনী বর্ণমালা। ছুটছি কত ইদুঁর দ...

তোকে নিয়েই নষ্ট হতে চাই

মন খারাপে নাইবা এলি, তবুও -- দুষ্টুমিতে তোকেই চাই,, হাত বাড়ালে অনেক পাবো, তবুও -- তোকে নিয়েই নষ্ট হতে চাই ..

কত রঙের দিন

কত রঙের দিন আছে তোর, বিলাসিতায় রং মেখে.. পান্তাভাতে নুন জোগাতে, দিন চলে যায় স্বপ্ন দেখে..!!!!

উদাস_বাউল

অন্ধকার রাতের শহরে, তোর অবজ্ঞার কারফিউ ভেদ করে, অজানা মাইল ফলকে রাস্তা চিনে নিতে, এখন আর আমার অসুবিধা হয়না। তোরও হয়তো আর কোনো অসুবিধা হয়না, রাজপ্রাসাদের ঝাড়বাতির ঠিকরে পর...

ভাবনা নদীতে হাবুডুবু খাই

ভাবনা নদীতে হাবুডুবু খাই। সাতার দিতে চাই তোমার ঘাটের দিকে। তোমার ঘাটে পেয়াদা আছে। আমি আঘাটাতে তোমার খোজ করি।

ফাগুনের নবীন আনন্দে

ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে॥      দিল তারে বনবীথি   কোকিলের কলগীতি,               ভরি দিল বকুলের গন্ধে॥ মাধবীর মধুময় মন্ত্র রঙে রঙে রাঙালো দিগন্ত।       ...

স্বপ্ন_বসন্ত_বিকাল

তোমায় আমি দেখে ছিলেম, বসন্ত বিকালে -- আলতো করে চেয়ে ছিলে, হয়তো লাজ ভুলে, পাতারা সব ঝরে ছিল, কিসের ইসারায় -- বুকের মাঝে দুরু দুরু, কিসের মহিমায়, এখনো তো ভোর হয়নি, মনের আঙিনায় -- স্বপ্ন...

কাম পিপাসু ভালোবাসা

কাম পিপাসু ভালোবাসা কামেয় যে তার দাড়ি । কামের নেশা ছুটলে পরে দিচ্ছে অন্য কোথাও পাড়ি।    

মনটা যে আজ অবুঝ পাখি

মনটা যে আজ অবুঝ পাখি      মেলতে চায় তার ডানা গুলি উড়তে চায় সে আপন মনে     নীল আকাশের কোনে কোনে বাঁধবে আবার নতুন বাসা      চাঁদ তারা দের সঙ্গি করে নতুন প্রেমে ভাসিয়ে নিয়...

ছদ্দবেশী ভালোবাসার,বড্ডো বেশি দামী

ছদ্দবেশী ভালোবাসার,বড্ডো বেশি দামী আসল ছেড়ে নকলে তায় দিচ্ছি মোরা পাড়ি আ‍্যলকোহল আর নিকোটিনে মাতছি মোরা বেশ বিদেশি আনা বাবু মোড়া, ভুলেছি মোরা লেশ,,,।

কষ্টটা থাক বুকের ভিতর

কষ্টটা থাক বুকের ভিতর লোক দেখানো হাঁসি যে পায় ডুকরে কাঁদার শব্দ কিসের বাইরে ষে তার প্রকাশ না পায়

কাম পিপাসু হচ্ছে মতি

সভ্য সমাজ সভ্য জাতি এ কি হাল তোর এ গতি কাম পিপাসু হচ্ছে মতি ধর্ষন কি তার পরিণতি...!!!

মাতৃ ভাষায় বেহাল দশা

মাতৃ ভাষায় বেহাল দশা বিদেশীতে মাতছি খাসা মায়ের মুখের বর্ণমালা ভুলেছি মোরা শৈশবে তা

অত্যাচারিত

অত্যাচারিত পুরুষরা আজ অত্যাচারী জাতি...!!! নারী সব, আজ অবলা জাতি তবুও ভয়ে  থাকি...!!!

বেমানান আজ কৃষ‍্টি মনন

শব্দ ছড়ায় শব্দ দূষণ নারীর অঙ্গে স্বল্প ভূষণ মাতৃ ভাষা অনুবীক্ষণ বেমানান আজ কৃষ‍্টি মনন

একাকিত্ব পথ

চাঁদ তুমি শুনবে কি    আমার মনের কথা, সত্যি বলছি আমিও যে    তোমার মতো একা তুমিতো তোমার একাকি     সময় কাটাও তারার সাথে , বলতে পারো আমার সময়      কাটবে কার সাথে ,,,,,

তোমার সুরে ধরেছি হাত

তোমার সুরের হাতটি ধরে চল চলে যাই যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই কথার সুরে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে সেই আসরে ইমন তুমি থেকো বন্ধু আমার পাশে

ভালোবাসার টান

"মনটা কোথায় হারিয়ে গেছে নেইকো মনে আর.... স্বপ্নে দেখা পরীর সে দেশ তেপান্তরের পার!! তার ছোঁয়াতে নতুন করে পেলাম বাঁচার মানে.. হৃদয়টা আজ তার হৃদয়ে, ভালোবাসার টানে.... ।।     

রঙ্গমঞ্চ

বেঁচে থাকার জীবন নাটকে যন্ত্রনা, অভিনয়, আর সান্ত্বনা- কি পেয়েছি আর কি চেয়েছি দন্দে, সংলাপী চরিত্রের আনাগোনা ।।

প্রস্ন

বাঁদিক টা আজ, ভীষণ ফাঁকা,, চাওয়া পাওয়ার হিসাবে ভয় ভালোবেসে যদি নিঃস্ব হয় সব হারানো কি, তবে অভিনয়..??

নির্মম ভালোবাসা

বিষন্নতার ছোবোলে মনের ক্যানভাস প্রেম আজ কাঁটার মালায় ক্ষতবিক্ষত অচেনা পৃথিবীর নির্মম বাস্তবতা এসে তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে

না বলা অনেক কথা

না বলা অনেক কথা জমে মনে তুমি বিনা একথা জানায় কাকে ফাঁকা মন পরে আজ হৃদয় কোণে সুরে বিনা বাঁশী তায় বাজে কি করে

পরিচিতি হঠাৎই হয়

পরিচিতি হঠাৎই হয় হৃদয় বলে মন্দতো নয় আপন মনে কোথা যে যায় একলা ঘরে থাকতে না চায় হীমেল হাওয়া শীতের রাতে হৃদয় বীণা বাজিয়ে বলে যাবি আমার সঙ্গে চলে পরিচিতির ‌অন্তরালে ...

ভালোবাসা সবাই তো চায়

ভালোবাসা সবাই তো চায় কজন বোঝে, কজন তার পায় বিধাতার এই নিঠুর খেলায় কেউ বা আসে, কেউ বা পালায়