Skip to main content

Posts

Showing posts from May, 2018

ভাগারের মাংস

ভাগার থেকে হেঁশেল ঘুরে, মাংস পড়ল প্লেটে, খাদ্য রসিক বাবুমশাই খাবেন চেটেপুটে। মশলা মাখা চিকেন, মটন, আহা কি তার টেস্ট, বাড়ীর রান্না ডিসগাস্টিং, রেস্টুরেন্ট-ই বেষ্ট। উইকেন্ডে বার-এ বাবু, মদ, মাংসের টানে, মাংস - সেটা হোকনা ভাগার, থোড়াই কেউ তা জানে। পাঁচতারা তে চলছে অফার, বউ চাইছেন যেতে, মোটা টাকায় কিনলে মটন, মুরগীর ঠ্যাং ফ্রি তে। কোনটা টাটকা, কোনটা ভাগার, কি হবে সব জেনে? বাবু খাচ্ছেন রিল্যাক্স মুডে, চাপ দিসনা ব্রেনে।

Aadhar Card MuSt | Don't Prank ! Not For You

গরুদের ও আধার হবে যেই না গ্যাছে কানে, গাধারা সব ভীষণ খেপে বল্লে এটার মানে? ইস্কুলে সব ব্যাক-বেন্চার, আমরা তো এক দলে! ওদের শুধু আধার দেবে কোন অধিকার বলে? আধার মোরা চাইছি নাকো ভোটার কার্ডেই হবে, এখন বলো হিসেব করে পাচ্ছি সেটা কবে? ছাগল-পাঁঠা আড়াল থেকে দেখছিলো সব মজা, দুলিয়ে দাড়ি লাইন দিয়ে এগিয়ে এলো সোজা। বললে "দাদা আমরা মোটেই কম যাই না কিছু, সব সময়েই গাধা-গরুর সঙ্গে পিছু পিছু। মনে আছে ?মাষ্টার-মশাই কান টি ধরে ক্লাসে, গরু-গাধা-ছাগল হেঁকে চড় কষাতেন কষে? দিন টা এখন পাল্টে গ্যাছে আমরা প্রথম সারি, লেখাপড়া করলে জেনো দু:খ আছে ভারী। গরু গাধা ছাগল আমি যেই হই না কেন, আধার-ভোটার-ডেবিট-ক্রেডিট কার্ড-ই আসল জেনো। কার্ড আমাদের পেতেই হবে কার্ড-ই জীয়ন-কাঠি, কার্ড যদি না থাকলো, তবে বেঁচে থাকাই মাটি।