Skip to main content

Posts

Showing posts from June, 2018

অক্ষমতা

শুনলাম তুমি ভালোবেসেছো… শুনলাম তুমি কাছে চেয়েছো… তুমি অপেক্ষায় আছো আমার… না বলা কত কথা… সুরে সুরে বোবা হয়ে… পাথুরে মন নরম হয় আমার তবু বলব ভালোবেসো না আমাকে তুমি কাছে চেয়ো না আমি হেরে যাওয়া যোদ্ধা বেকার আমাকে তুমি ভুল চিনোনা… আমার হাজার অক্ষমতায়… ঘরে ফেরার অনিশ্চয়তা… ভালোবেসো না আমায়…. শুধু ব্যথা পাওয়ার খেলায়… খেলে ক্লান্ত এই সাঁঝবেলায়… কান্নাও থেমে গিয়েছে আমার… জীবনের এই আলোক মঞ্ছে… একা দাঁড়িয়ে সময়ের রন্ধ্রে… হার মেনে নিয়েছে আত্মা আমার… দেহে তাই আজ বিষাক্ত স্রোত বয়… পৃথিবী টা কে নরম মনে হয়… হাত রেখো না আমার আগুনে…আমার… চেয়ো না আমার মায়া বন্ধুতা… আমার হাজার অক্ষমতায়… ঘরে ফেরার অনিশ্চয়তা… ভালোবেসো না আমায়…